ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ১০ বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ১০ ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাসাসের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলরসহ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন পশারী হিরুসহ ১০ নেতাকর্মী রয়েছে।

  
 
সকাল সাড়ে ৭ টার দিকে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মো. মেহেদী হাসান হিমুর বাড়িতে গোপন বৈঠক চলছিলো। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হিমুসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরসহ বিস্ফোরক মামলা রয়েছে। তবে গ্রেফতারদের সবার নাম জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।