ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় হরতালের সমর্থনে যুবদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বগুড়ায় হরতালের সমর্থনে যুবদলের মিছিল বগুড়ায় হরতালের সমর্থনে যুবদলের মিছিল- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে শহর যুবদলের উদ্যোগে বিক্ষোভ-মিছিল বের করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইয়াকুবিয়া মোড় হয়ে সাতমাথা টু শেরপুর রোড় অতিক্রম করে গোহাইল রোড হয়ে চলে যায়।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। একজন ছেলেকে কার্যালয়ের প্রধান ফটকের একটি দরজা খুলে কিছু সংখ্যক চেয়ার বের করতে দেখা গেছে। এ সময় দলীয় কার্যালয় ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা দেখা যায়।

এছাড়া হরতালের সমর্থনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে অন্যান্য দিনের মতো সবকিছু স্বাভাবিক রয়েছে।  

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বিভিন্ন রুটে বিগত দিনের মতো সিডিউল অনুযায়ী চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।