ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ায় খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ায় খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)

আফ্রিকার দেশ মালিতে দুষ্কৃতিকারীদের বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন জন বাংলাদেশি সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই ঘটনায় ৪ জন সেনাসদস্য আহত হওয়ার ঘটনায়ও মর্মাহত হয়েছেন তিনি। 

রোববার (২৪ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, মালিতে বাংলাদেশি এ সেনাসদস্যদের মহিমামণ্ডিত আত্মদান অন্যদের কাছে প্রেরণা হয়ে থাকবে।

নিহত ও আহত বাংলাদেশি সেনাসদস্যরা এই জাতির অকুতোভয় গর্বিত স্বত্ত্বা। এই ঘটনা বাংলাদেশি জাতিকে নির্ভিক ও সাহসী জাতি হিসেবে সারাবিশ্বে আবারও উদ্ভাসিত করলো। এই শোকাবহ ঘটনায় ব্যথিত বাংলাদেশিদের মতো আমিও সমব্যথী।  

খালেদা নিহত তিন সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত চার সেনাসদস্যের আশু সুস্থতা কামনা করেন।
 
পৃথক এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।