ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিএনপি

হিজলার দুই ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, সেপ্টেম্বর ২৬, ২০১৭
হিজলার দুই ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ও হরিনাথপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আলম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই ইউনিয়নে অধিকতর শক্তিশালী, আন্দোলনমুখী ও সুসংগঠিত করার লক্ষে সব নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠন করার  জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার জানান, অনতিবিলম্বে ওই দু’টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।