এতে তিনি আহ্বান জানিয়েছেন, ইসলামের শিক্ষায় অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বাণীতে খালেদা বলেন, ১০ মহররম সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন।
তিনি বলেন, অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সেই শিক্ষাই দেয়। মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
এদিকে বিশেষ এই দিনটি ঘিরে পৃথক বাণী দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
আইএ