ড্যাব মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের ১৯তম দিন ছিল রোববার (০১ অক্টোবর)। এদিন চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় চার হাজার ৫০০ রোহিঙ্গা নর-নারী ও শিশু।
মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের চিকিৎসা সেবা, ওষুধ ছাড়াও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জীবাণুনাশক সাবান ও হাই প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।
বিএনপি’র সার্বিক তত্ত্বাবধানে ড্যাব পরিচালিত রোববারের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়াও ক্যাম্পে কাজ করছেন ডা. শরীফ মো. আরিফুল হক, ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. শামীউল সুহান, ডা. মোহাম্মদ আল আমিন, ডা. এ কে এম ইউসুফ শিবলী, ডা. মো. মনিরুল ইসলাম নয়ন, ডা. রাহাত ইসলাম, ডা. মো. সিফাতুল ইসলাম, ডা. আবু তাহের মো. বাহার, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. নাভিম কবির প্রতীকসহ ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
আইএ