ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

১৯তম দিনে ড্যাবের ক্যাম্পে ৪৫০০ রোহিঙ্গার চিকিৎসা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
১৯তম দিনে ড্যাবের ক্যাম্পে ৪৫০০ রোহিঙ্গার চিকিৎসা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় সরকারের পাশাপাশি কাজ করছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

ড্যাব মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের ১৯তম দিন ছিল রোববার (০১ অক্টোবর)। এদিন চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় চার হাজার ৫০০ রোহিঙ্গা নর-নারী ও শিশু।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই সেবা।

মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের চিকিৎসা সেবা, ওষুধ ছাড়াও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জীবাণুনাশক সাবান ও হাই প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।

বিএনপি’র সার্বিক তত্ত্বাবধানে ড্যাব পরিচালিত রোববারের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়াও ক্যাম্পে কাজ করছেন ডা. শরীফ মো. আরিফুল হক, ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. শামীউল সুহান, ডা. মোহাম্মদ আল আমিন, ডা. এ কে এম ইউসুফ শিবলী, ডা. মো. মনিরুল ইসলাম নয়ন, ডা. রাহাত ইসলাম, ডা. মো. সিফাতুল ইসলাম, ডা. আবু তাহের মো. বাহার, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. নাভিম কবির প্রতীকসহ ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।