ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

জয়নগর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
জয়নগর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. নুরুল আলম রাজু।

যদিও এর আগে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন স্বাক্ষরিত এক সংবাদ বার্তা স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো হয়।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, ইউনিয়নে বিএনপিকে অধিকতর শক্তিশালী, আন্দোলনমুখী ও সুসংগঠিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠন করার লক্ষেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।