ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

মহিলা দলের সভায় পুরুষদের হাতাহাতি বরিশালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
মহিলা দলের সভায় পুরুষদের হাতাহাতি বরিশালে      বরিশালে মহিলা দলের সভায় পুরুষদের হাতাহাতি। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে মহানগর মহিলা দলের কর্মীসভায় হট্টগোল ও  মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে সভাস্থল নগরের অশ্বিনী কুমার হলে এ ঘটনা ঘটলে সেখানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রতক্ষদর্শীরা জানান, সভার প্রথমেই কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি বিলকিস জাহান শিরিনের অনুসারীদের সাথে বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারীদের হট্টগোল বেঁধে যায়, যা একসময় পরিস্থিতি হাতাহাতিতে গড়ালে শিরিনের অনুসারী বরিশাল কলেজ ছাত্রদল নেতা সাইমুন কালু আহত হন।

পরে পুলিশ খবর পেয়ে সেখানে গেলে তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিনিয়র নেতারা।

মহানগর মহিলা দলের ওই কর্মীসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও মহানগর শাখার সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা,  অক্টোবর ৪, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।