ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতা ইকবাল গ্রেফতারে ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
বিএনপি নেতা ইকবাল গ্রেফতারে ফখরুলের নিন্দা

ঢাকা: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০৭ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার করে কারান্তরীণ করছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে গ্রেফতার সেই সীমাহীন মাত্রার আরেকটি নজির।

রাজনৈতিক উদ্দেশ্যে ইকবাল হোসেনকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।