ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে বগুড়ায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে বগুড়ায় সমাবেশ খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে বগুড়ায় সমাবেশ- ছবি: আরিফ জাহান

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
জেলা যুবদলের সভাপতি ও বগুড়া পৌরসভার কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিএনপি দেশের মানুষের মনে স্থান করে নিয়েছে। বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই জিয়া পরিবারকে ধ্বংস করতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে যোগ করেন বিএনপির এই নেতা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সভা-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি আহসানুল হক তৈয়ব জাকির, মতিউর রহমান মতি, যুবদল নেতা রাফিউল ইসলাম রুবেল, জহুরুল ইসলাম ফুয়াদ, অধ্যক্ষ শাহিন, আনোয়ার হোসেন সান্টু, মহরম হোসেন, শামীম, আব্দুল হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।