ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

জবিতে ছাত্রদলের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জবিতে ছাত্রদলের বিক্ষোভ জবিতে ছাত্রদলের বিক্ষোভ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জবি ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় নেতা-কর্মীরা বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আমরা অনতিবিলম্বে তার ও বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আনিত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ’

এ সময় শাখা ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মিলাদ ভুঁইয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা আজিমুল চৌধুরী আজিম, শামীম হোসাইন, কাজী জিয়া উদ্দিন বাছেত, মো. নাসির উদ্দিন ঢালী, সাজ্জাদ হোসাইন শান্ত, জাফর আহমেদ, সুমন আহমেদ ও সৌরভসহ শতাধিক নেতা কর্মী বিক্ষোভ মিছিলে নেয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
ডিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।