ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নগরের দেওভোগ পাক্কা রোড থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিক্ষোভ মিছিল বের করে।  

মিছিলটি মর্গ্যান বালিকা উচ বিদ্যালয় কলেজের সামনে পুলিশের বাধা মুখে পড়ে।

পুলিশের মিছিলকারীদের ব্যানার ছিনিয়ে নিয়ে ধাওয়া দিলে যুবদলের নেতাদের সঙ্গে বাকবিতন্ডা হয় ও মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়ের আহম্মেদ, আজহারুল ইসলাম লাভলু, সোনারগাঁ থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন নোবেল, রূপগঞ্জ থানা যুবদলের নেতা সালাউদ্দিন মোল্লা, বারেক মিয়া, জহির আহম্মেদ, ফতুল্লা থানা যুবদল নেতা লাভলু, শাহাজাহান, মনির, মোহাম্মদ আলী, খোরশেদ, রাকিব প্রমুখ।

বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি বিশাল আসনের বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সে ভয়ে এখন বিএনপির শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর লক্ষ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পারোয়ানা জারি করে বিএনপিকে দমিয়ে রাখতে চায় বর্তমান অবৈধ সরকার।

তিনি বলেন, হামলা মামলাকে এখন বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী ভয় পায় না।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।