ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার (অক্টোবর ১১) বেলা ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, শ্রমিক দল সভাপতি টিপু সুলতান ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন।

সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।