ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন।

বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সাখাওয়াৎ হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, মেহেদী হাসান এলিচ, হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম, কুতুব উদ্দিন ও যুবদল নেতা বশির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘন্টা, অক্টোবর ১১, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।