ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামে জেলা বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির পোস্ট অফিসপাড়ার কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়।

পরে পুলিশি বাধার মুখে বিএনপি কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত সমাবেশ করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বিপ্লব, ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ‘বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে আবারো একটি এক তরফা নির্বাচনের পায়তারা করছে। ’ অবিলম্বে খালেদা জিয়ার মামলা ও গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।