ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হওয়ার পর পুলিশ বাধা দিলে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি রুহুল আমিন বাবলু, নুর মোহাম্মদ, কাওসার জামান বাবলা, জলিলুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সালেকুজ্জামান সালেক, মির্জা বাবর বাবলু, বসুনিয়া আজাদ, রাশেদ-উন নবী বিপ্লব, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।

 

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনাকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে বক্তারা বলেন, ভোটারবিহীন সরকারের এই হিংসাশ্রয়ী আচরণের জবাব রাজপথেই দেওয়া হবে।  

নেতারা আরও বলেন, বর্তমানে গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা তিরোহিত হয়ে গেছে, দেশে আইনের শাসন নেই। এ কারণে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই দেশনেত্রী খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সম্মানহানি ও তাকে নাজেহাল করতে উঠে পড়ে লেগেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।