ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিএনপি

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, ছাত্রদল নেতা মুরাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ৩২টি মামলা রয়েছে।

এর মধ্যে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, মুরাদকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।