ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিএনপি

হামলা, মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
হামলা, মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল: যুবদল বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাভোকেট এইচ এম তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলুসহ অন্যান্য নেতাদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা শাখা যুবদলের আয়োজনে কর্মসূচিতে হামলা-মামল ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা রাকিবুল হাসান খান, মাইন উদ্দিন মুন্সি, কবির হোসেন, মাহবুব আলম, জিয়া সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে জেলা যুবদল সহ-সভাপতি মামুন রেজা খান আহত ও আটক হন। পাশাপাশি এ ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলুসহ বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।