ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২২ অক্টোবর) বিএনপির দলীয় কার্যালয় নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

বৈঠকে কুমিল্লার আদালতে হাজিরা, সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর্যালোচনা, ইসিকে দেওয়া প্রস্তাবনার পর্যালোচনা, সহায়ক সরকারের রূপরেখাসহ আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের পরবর্তী কর্মসূচি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময় ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।