ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

এম কে আনোয়ারের দাফন বুধবার কুমিল্লায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এম কে আনোয়ারের দাফন বুধবার কুমিল্লায়

ঢাকা: রাজধানীতে তিন দফা জানাযা শেষে বুধবার কুমিল্লার হোমনায় নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মরদেহ। সেখানে আরো দুদফা জানাযা শেষে বুধবার (২৫ অক্টোবর) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় কাটাবন মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২য় ও দুপুর দেড়টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

বুধবার তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নেওয়ার পর বাদ জোহর তিতাসে চতুর্থ ও   বাদ আসর হোমনায় পঞ্চম জানাযা অনুষ্ঠিত হবে।   তারপর দাফন করা হবে পারিবারিক করবস্থানে।

মরদেহ বহনকারী দলে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় এম কে আনোয়ার ইন্তেকাল করেন। প্রায় ৫ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

** সংসদ ভবনে এম কে আনোয়ারের তৃতীয় জানানা সম্পন্ন 
** এম কে আনোয়ারের দ্বিতীয় জানাজা সম্পন্ন


বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।