ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

এম কে আনোয়ারের বাসায় খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এম কে আনোয়ারের বাসায় খালেদা

ঢাকা: সদ্য প্রয়াত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম কে আনোয়ারের বাসায় এসেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় পৌঁছে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন এবং কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে ৯টা ৪৫মিনিটে তিনি এম কে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায় পৌঁছান।



এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাবিব উন নবী খান সোহেল সঙ্গে ছিলেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের আসার খবরে দলের নেতাকর্মীরা এলিফ্যান্ট রোডের বাসার সামনে অবস্থান করছিলো।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।