ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদার যাত্রাপথে নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
খালেদার যাত্রাপথে নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন খালেদার যাত্রাপথে নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

নারায়ণগঞ্জ: রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের পথে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাত্রাপথে নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাবার সময় খালেদা জিয়ার সামনে শোডাউন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

শনিবার (২৮ অক্টোবর) ১২টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা পর্যন্ত পথের দু’পাশে দাঁড়িয়ে এ শোডাউনে অংশ নেয় দলের নেতাকর্মীরা।  

সকাল থেকেই সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর, সোনারগাঁ চৌরাস্তা, সোনারগাঁর মেঘনার বিভিন্ন পয়েন্টে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীরা পথের দু’পাশে অবস্থান নিয়ে নেত্রীর সফরকে সফল করতে নানা স্লোগান দেন।

জেলা বিএনপি, মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা ও তাদের অনুগত নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন নেত্রীর আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও ছবি নিয়ে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়েও নেতাকর্মীরা খালেদা জিয়াকে নারায়ণগঞ্জ পার করে দেন।  

শোডাউনে বিভিন্ন স্পটে নেতাকর্মীদের মধ্যে অংশ নেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, দলের নির্বাহী কমিটি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন, আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, শওকত হাসেম শকু, আবু আল ইউসুফ খান টিপু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, শাহেদ আহমেদ, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন দেওয়ান, জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা ইসমাইল মামুন, নাহিদ হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।