ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

চট্টগ্রাম সার্কিট হাউজে খালেদা জিয়া 

মো. মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
চট্টগ্রাম সার্কিট হাউজে খালেদা জিয়া  ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে তার তার গাড়ি বহর।  

সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন খালেদা।  
এরপর বিকেলে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন তিনি। সেখান থেকে সন্ধ্যার পর রওনা হয়ে খালেদার গাড়িবহর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছায়।  

সেখানে তিনি রাত্রিযাপন করেন। এ সফরে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমইউ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।