ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শৈলকুপায় চলছে বিএনপির আধা-বেলা হরতাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
শৈলকুপায় চলছে বিএনপির আধা-বেলা হরতাল 

ঝিনাইদহ: দুর্নীতির দায়ে বিএনপি নেতা আব্দুল ওয়াহাবের কারাদণ্ডের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় চলছে বিএনপির ডাকা আধা-বেলা হরতাল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬ টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি বেলা ১২ টা পর্যন্ত চলবে।

হরতাল হলেও সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ভোরে বন্ধ রয়েছে দোকানপাট।

 

এদিকে হরতাল সমর্থনে উপজেলার কোথায় মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।  

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, উপজেলায় যে  কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির দায়ে সোমবার ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল ওহাবকে আট বছরের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শৈলকুপা উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।