ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে ছাত্রদল সভাপতি রোকন কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ময়মনসিংহে ছাত্রদল সভাপতি রোকন কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার রোকনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতের বিচারক মাসুদুল হক এ নির্দেশনা দেন। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, দ্রুত বিচার আইনে দায়ের করা দু’টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন ছাত্রদল সভাপতি।

পরে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান বিস্ফোরক, ভাঙচুরসহ দ্রুত বিচার আইনে ৪৬টি মামলার আসামি। ইতোমধ্যে ৪৪টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।