ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে বিএনপির ২৬ নেতা-কর্মীর খালাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ঝালকাঠিতে বিএনপির ২৬ নেতা-কর্মীর খালাস

ঝালকাঠি: উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর জনসভায় হামলার ঘটনায় দায়ের করা মামলা থেকে পৌর শহর বিএনপির সভাপতি অনাদী দাসসহ ২৬ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিম রেজা খালাসের এ আদেশ দেন। এ সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ মার্চ সন্ধ্যায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি শহরের যুব উন্নয়ন কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের জনসভায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন রুবেল ডাকুয়া নামে স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ৩১ মে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক আবদুল হালিম তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জিব বিশ্বাস। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফয়সাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।