ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করবে বিএনপি প্রতিনিধিদল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করবে বিএনপি প্রতিনিধিদল 

ঢাকা:  ৭ নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (১২ নভেম্বর) জনসভা আয়োজন নিয়ে প্রস্তুতি চলছে দলটির। 

এরই ধারাবাহিকতায় বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, জনসভা আয়োজনের প্রস্তুতি হিসেবে এ পরিদর্শন করবেন প্রতিনিধিদল।  

প্রতিনিধিদলে দলটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ রয়েছেন বলে জানান শায়রুল কবির খান।  

উল্লেখ্য, ঢাকায় চলা আটদিনব্যাপী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে ৮ নভেম্বর থেকে পিছিয়ে ১১ নভেম্বর জনসভার নতুন সূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পরে আরও একদিন পিছিয়ে তা ১২ নভেম্বর নির্ধারণ করে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।