ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বরিশালে বিএনপির আলোচনা সভা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল: ৭ নভেম্বর উপলক্ষে (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ নভেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে উত্তর জেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ্ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

 

মজিবর রহমান সরোয়ার তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের একের পর এক মামলায় জড়িয়ে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। রাজপথে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলাই প্রমান করে এ সরকার ভীতু হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, হামলা-মামলা উপেক্ষা করে খালেদা জিয়ার আহ্বানে আগামী নির্বাচনে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।