ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহে বিএনপির আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহে বিএনপির আলোচনা সভা ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহে বিএনপির আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ময়মনসিংহে বিএনপি ঘোষিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে পুলিশি বাঁধায় নগরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহর বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, দফতর সম্পাদক অ্যাডভোকেট এমএ হান্নান খান, সদস্য আনোয়ারুল আজিজ টুটুল প্রমুখ।

একই ইস্যুতে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকট ড. মীর মিজানুর রহমান, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক বাচ্চু, ফোরাম নেতা মাসুদ তানভীর তান্না, এম.এ হান্নান খান, মন্তাজ উদ্দিন খান, আব্দুল হক, সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, শমশের আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।