রোববার (১২ নভেম্বর) দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন।
এরই মধ্যে উদ্যানসহ এর আশপাশের এলাকায় জড়ো হয়ে অবস্থান করছেন নেতাকর্মীরা।
পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় হাতে ব্যানার ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও মৎসভবন, শাহবাগ, টিএসসিসহ বেশকিছু পয়েন্টে ছড়িয়ে স্লোগান দেন তারা।
জনসভায় যোগ দেওয়া গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুবী বেগম বাংলানিউজকে বলেন, দলের অবস্থান ভালো না। এমন একটা সমাবেশ দলের জন্য অনেক প্রয়োজন। আমরা চাঙ্গা হই, আন্দোলনে নামতে ভালো লাগে। আজকের জনসভায় আমরা নির্বাচন নিয়ে একটা দিক নির্দেশনা চাই।
শুধু রুবী বেগমই নয়, দূর-দুরান্ত থেকে আসা নেতা-কর্মীদের সমাবেশকে ঘিরে দলের কাছ থেকে অনেক প্রত্যাশা দেখা গেল। প্রায় দেড় বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত হতে পরে তাদের উজ্জ্বীবিত হয়েছেন তারা।
ঢাকা মহানগর বিএনপির কর্মী ইয়াসির আরাফাত বলেন, দীর্ঘদিন পর বড় পরিসরে সমবেত হয়েছি। নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পাবো নেত্রীর কাছ থেকে এই আশা করছি।
দলীয় সূত্র বলছে, জনসভার প্রথম অংশে থাকছে সাংস্কৃতিক পর্ব। আর মূলব পর্বে থাকছে শীর্ষ নেতাদের বক্তব্য। জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমসি/মএ