ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

না.গঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
না.গঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা সবাই ঢাকায় দলের সমাবেশে যোগদান করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার প্রতিটি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, নাশকতার আশঙ্কায় ও বিভিন্ন আইনে দায়েরকৃত মামলার আসামি বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলাও রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বন্দর থানায় কামরুল হাসান চুন্নু, জুয়েল, বাচ্চু মিয়া, নেসার উদ্দিন, সেলিম, নূরুল ইসলাম, ফারুক হোসেন। ফতুল্লা থানায় সাইফুল ইসলাম ও রূপগঞ্জ থানায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বাংলানিউজকে জানান,  গ্রেফতার ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।