ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া ছবি: বাংলানিউজ

ঢাকা: দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক তিনি এ কথা বলেন। রাত পৌনে ১২টার দিকে বৈঠকটি শেষ হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সিনিয়র নেতা বাংলানিউজকে বলেন, ম্যাডাম আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এবং দলের সব কোন্দল মিটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন। এমনকি আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সব সিটি করপোরেশনের নির্বাচন সফল করতেও নির্দেশনা দিয়েছেন তিনি।

তবে দলটি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।  

২৬ জন ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দলটির ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অব) হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ, চৌধুরী কামাল ইব‌নে ইউসুফ, মাহমুদুল হাসান, খন্দকার মাহবুব হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ না‌ছির উ‌দ্দিন,  শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, অ্যাড‌ভো‌কেট নিতাই রায় চৌধুরী, গিয়াসউ‌দ্দিন কা‌দের চৌধুরী, অ্যাড‌ভোকেট জয়নুল আবেদীন ও শওকত মাহমুদ।


এর আগে ১২ নভেম্বর (রোববার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছেন খালেদা জিয়া।  

এছাড়া বুধবার (১৫ নভেম্বর) রাতে ২০দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

খুব শিগগিরই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএম/জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।