ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

হাতিয়ায় যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
হাতিয়ায় যুবদল নেতা গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৩০ মামলার আসামি স্থানীয় যুবদল নেতা  আবদুল বাতেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার আফাজিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।  

আবদুল বাতেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের শাহে আলমের ছেলে এবং ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

হাতিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াহেদ বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল বাতেনকে আফাজিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, তিনটি লুটপাট মামলা, নয়টি কুপিয়ে হত্যার চেষ্টার মামলা, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের মামলাসহ মোট ৩০ মামলা রয়েছে বলেও জানান এসআই ওয়াহেদ।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।