ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ঝালকাঠিতে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন জেলা বিএনপির নেতারা

ঝালকাঠি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে ঝালকাঠিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে পৌরশহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা করা হয়।  

জেলা বিএনপি সভাপতি মোস্থফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি রুস্তম আলী চাষি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি প্রমুখ।

এদিকে সকালের দিকে জেলা যুবদল পৃথক কর্মসূচির আয়োজন করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ তুলেছেন সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।