ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

হ্যাক হয়েছে মির্জা ফখরুলের মোবাইল নম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
হ্যাক হয়েছে মির্জা ফখরুলের মোবাইল নম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাক হয়েছে বলে জানিয়েছেন দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মির্জা ফখরুলের ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৭৭৭৯৯০৯৮৮) হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে কেউ ব্যবহার করছেন।

বিএনপির মহাসচিব উল্লিখিত মোবাইল নম্বরটি আর ব্যবহার করবেন না বলেও জানিয়েছেন তাইফুল ইসলাম টিপু।

বিজ্ঞপ্তিতে মোবাইল নম্বরটির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।