রোববার (০৩ ডিসেম্বর) সকালে শহরের অম্বিকা ময়দান থেকে মিছিল শুরু হয়ে মুজিব সড়কে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক টুলু, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুছা, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ, বিএনপি নেতা রউফ উন নবী, আব্দুল্লাহ সরদার বাবু, কাজী কামরুল ইসলাম, হাসানুর রহমান মৃধা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
আইএ