ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
বরিশালে বিএনপির বিক্ষোভ-সমাবেশ বিএনপির বিক্ষোভ-সমাবেশে দলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ করে জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদসহ দলীয় নেতারা।

জেলা বিএনপির সমাবেশের পরপরই মহানগর বিএনপি একইস্থানে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, বিক্ষোভ মিছিল সমাবেশ চলাকালে সভাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

বাংলা‌দেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।