ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ আটক ৯

ঢাকা: স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।  রাতে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ।

তিনি জানান, রাতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ৯ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে শনিবার (০৯ ডিসেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে দলের কেন্দ্রীয় কমিটি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, রাজধানীর পান্থপথ এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তারা একসঙ্গে জড়ো হয়ে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের আটক করা হয়েছে।

আটকদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তারা কে, কোথায় কি করে এবং নামপরিচয় যাচাই-বাছাই চলছে।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।