শনিবার (৯ ডিসেম্বর) বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ভাবনা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইচ্ছার কথা জানান।
তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা আমার নেই।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের বিষয়ে তিনি বলেন. সিটি নির্বাচন নিয়ে আমার কোনো চিন্তা-ভাবনা নেই। পাশাপাশি দলের সিদ্ধান্তের বাইরেও আমি যাবো না। দল যা চাইবে সে অনুযায়ী কাজ করবো।
তবে সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল বিএনপির কোন নেতাকর্মীকে তিনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি।
এদিকে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপির একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে। পাশাপাশি আওয়ামী লীগেরও একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম মৌখিকভাবে ঘোষণা করে ফেলেছেন। কিন্তু বৃহৎ এই দুটি দলেরই মেয়র প্রার্থীর টিকিট কেন্দ্র থেকে ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
এমএস/জেডএম