ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদন, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জা‌তির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

গত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির প্রার্থী, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালও এ সময় সঙ্গে ছিলেন।

এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

এর আগে জা‌তির শ্রেষ্ঠ সন্তান শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন সর্বস্তরের মানু‌ষ। সকাল ৭টার পর রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ স্মৃ‌তিসৌ‌ধের মূল বে‌দীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য উন্মুক্ত করা হয়।

এরপর একে এ‌কে মন্ত্রিপরিষ‌দের সদস্য, সংসদ সদস্য, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, পেশাজীবী, শ্র‌মিক সংগঠন, স্কুল, ক‌লেজ, বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্ত‌রের মানু‌ষের ঢল না‌মে বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।