ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সোমবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
সোমবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঢাকা: আগামী সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। 

দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং দলের সিনিয়র নেতাসহ সারাদেশে সব পর্যায়ের নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলায় ‘হয়রানির’ প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৭ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।