ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সহাবস্থান নিশ্চিত করে জাকসু নির্বাচন দিতে হবে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
সহাবস্থান নিশ্চিত করে জাকসু নির্বাচন দিতে হবে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন দিতে হলে সব দলের সহাবস্থান নিশ্চিত করেই তারপর নির্বাচন দিতে হবে। একচেটিয়া নির্বাচন কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারেন না।

বুধবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম।

তিনি বলেন, নেতৃত্ব তৈরির আতুরঘর হলো জাকসু।

আমরা জাকসু নির্বাচন চাই। এই নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়সহ সব দলের সহাবস্থান নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। ছাত্রদলকে বাইরে রেখে বর্তমান ক্ষমতাসীন দলের একচেটিয়া নির্বাচনকে আমরা সমর্থন করি না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী’ প্যানেলের আহ্বায়ক মো. মাসুদ হাসান তালুকদার লিটন।

তিনি বলেন, জাতীয়তাবাদী প্যানেল যোগ্য প্রার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছে। এই প্যানেল বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, গবেষণা খাতে ব্যয় বৃদ্ধি করা, শিক্ষক নিয়োগে মেধাকে প্রাধান্য দেওয়া, সুস্থ ছাত্র রাজনীতি চর্চায় জাকসুসহ হল সংসদগুলোর নির্বাচনের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ, ছাত্র-ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানসহ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র সংরক্ষণ করবে বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক মো. শামসুল আলম, আশরাফ উদ্দিন খান, কেএম রাশেদ হাসান, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, মো. আলমগীর সরকার, মো. জামাল উদ্দীন, মো. সবীর হোসাইন, অধ্যাপক মো. নূরুল ইসলাম, মো. তৌফিকুল ইসলাম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।