বুধবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম।
তিনি বলেন, নেতৃত্ব তৈরির আতুরঘর হলো জাকসু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী’ প্যানেলের আহ্বায়ক মো. মাসুদ হাসান তালুকদার লিটন।
তিনি বলেন, জাতীয়তাবাদী প্যানেল যোগ্য প্রার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছে। এই প্যানেল বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, গবেষণা খাতে ব্যয় বৃদ্ধি করা, শিক্ষক নিয়োগে মেধাকে প্রাধান্য দেওয়া, সুস্থ ছাত্র রাজনীতি চর্চায় জাকসুসহ হল সংসদগুলোর নির্বাচনের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ, ছাত্র-ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানসহ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র সংরক্ষণ করবে বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক মো. শামসুল আলম, আশরাফ উদ্দিন খান, কেএম রাশেদ হাসান, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, মো. আলমগীর সরকার, মো. জামাল উদ্দীন, মো. সবীর হোসাইন, অধ্যাপক মো. নূরুল ইসলাম, মো. তৌফিকুল ইসলাম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জিপি