ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

হাইকোর্ট এলাকা থেকে আটক ২৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
হাইকোর্ট এলাকা থেকে আটক ২৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকা থেকে সন্দেহজনক উপস্থিতির কারণে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, খালেদার মুভমেন্টকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে ২৫ জনকে আটক করা হয়েছে।

তাদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের সভাপতি রাজীব আহসান জানান, এ পর্যন্ত তাদের কমপক্ষে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।