ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শহরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত বরিশাল উত্তর জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে সাজা দেওয়ার পায়তারা চালাচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

কিন্তু মনে রাখতে হবে খালেদা জিয়া ও বিএনপিকে বাদ দিয়ে এ দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আর একাদশ জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেও হতে দেওয়া হবে না।

বর্তমান সরকার ২০১৪ সালে মানুষের ভোট ছাড়াই ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু তারা নির্বাচিত সরকার নয় তাই স্বৈরাচারী আচরণ করছে। গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।  

তিনি বলেন, ক্ষমতাসীনদের ভয়ে কেউ কথা বলছে না। অন্যায়ের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সব ধরনের অধিকার ছিনিয়ে নিয়েছে। তাহলে তারা গণতান্ত্রিক দল কিভাবে হয়? আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে যায়।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।

এতে উপস্থিত ছিলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আ. ছত্তার খাঁন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।