ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর আর নেই

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান আর নেই (ইন্নালিল্লহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

পরিবারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল শোকপ্রকাশ করে বলেন, দলের একজন সংগ্রামী নেতা ছিলেন সিদ্দিকুর। বাদ আছর ছোলনা মাদ্রাসা মাঠে নামাজে জানজা শেষে ছোলনা কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ মোহম্মদ আবু জাফর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতা-কর্মীরা শোকপ্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।