শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি দক্ষিণের সহাকারী কমিশনার (এসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ২০১৫ সালের রমনা থানার নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
চারমাস ধরে কোথায় ছিলেন, তিনি নিজেই পলাতক ছিলেন কি নি বিষয়টি জানার চেষ্টা চলছে। রোববার সকালে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
গত ২২ আগস্ট বিকেল ৩টায় বনানী ওভারপাসের নিচে একটি মাইক্রোবাসে সৈয়দ সাদাত আহমেদের গাড়ির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন এসে তাকে জোর করে নামিয়ে অন্য গাড়িতে তুলে নেয়। তখন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্যান্টনমেন্ট থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী লুনা সাদাত আহমেদ।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
পিএম/জিপি