বুধবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে।
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলো বিএনপি। সেখানে সমাবেশের অনুমতি এখনো পায়নি দলটি। উল্টো গণমাধ্যম মারফত বিএনপি জানতে পেরেছে, ওই দিন অন্য একটি দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেলে সেখানেই সমাবেশ করতে চায় বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত যদি সোহরাওয়ার্দীতে অনুমতি না দেওয়া হয় তাই বিকল্প হিসেবে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে রাখলো দলটি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এএম/এমজেএফ