ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন শক্তিশালী: খসরু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন শক্তিশালী: খসরু 

রংপুর: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন শক্তিশালী রাজনৈতিক দল। এখন শুধু জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে দিনাজপুর থেকে সড়ক পথে রংপুরে যাওয়ার সময় বদরগঞ্জে এক পথসভায় তিনি একথা বলেন।  

আমীর খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, তারা হাতিয়ার হিসেবে পুলিশ, র‌্যাব ও সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছে।

বিএনপি নয় বরং আওয়ামী লীগই এখন নার্ভাস দল।

এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় জীতেন দত্ত মঞ্চে পৌঁছালে শতশত নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।  

এ সময় অন্যদের মধ্যে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাহান, বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।