ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২০১৭ সালে ‘১২৫১ ধর্ষণকাণ্ডে’ নির্বাক খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
২০১৭ সালে ‘১২৫১ ধর্ষণকাণ্ডে’ নির্বাক খালেদা ফেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিএনপি প্রধান খালেদা জিয়ার বার্তা

ঢাকা: গত বছর দেশজুড়ে ধর্ষণের ওপর একটি নারী অধিকার সংগঠনের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ফেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় খালেদা জিয়া এ কথা বলেন।

ওই বার্তায় তিনি ‘বাংলাদেশ মহিলা পরিষদ’র পরিসংখ্যানের বরাত দিয়ে বলেন, ‘মহিলা পরিষদ বলছে, ২০১৭-এ ১২৫১ জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে, গ্যাং রেপড হয়েছে ২২৪ জন, ধর্ষণের পর হত্যার শিকার ৫৮ জন! আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।

বিএনপি প্রধান সরকারের বিরুদ্ধে নাগরিকের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ‘জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে। ’

খালেদা জিয়া বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে এ বিষয়ে টুইট করেন তার অ্যাকাউন্টে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।