ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান নির্ধারণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান নির্ধারণ 

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ‘রাজদর্শন’ হলে আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বৈঠক চলবে। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।  

তিনি বলেন, আমাদের দলের গঠনতন্ত্রের বিধান বলে দলীয় প্রধান খালেদা জিয়ার সম্মতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভা ডেকেছেন।

এরই মধ্যে নির্বাহী কমিটির সবাইকে বৈঠকের নোটিশ দেওয়া হয়েছে।

‘কাউন্সিলের প্রায় ২ বছর পর হঠাৎ করে কেন বৈঠক ডাকা হয়েছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা কী স্বাভাবিকভাবে মিছিল মিটিং করতে পারছি? 

‘একটা কর্মসূচি পালন করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের বিভিন্ন দিক থেকে ধরে নিয়ে যায়। এগুলো করতে হলে তো স্বাভাবিক পরিবেশ প্রয়োজন হয়!’

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯,২০১৮
এএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।